দাগনভূঞায় দুই শিক্ষক বরখাস্ত • নতুন ফেনীনতুন ফেনী দাগনভূঞায় দুই শিক্ষক বরখাস্ত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দাগনভূঞায় দুই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৮ অপরাহ্ণ, ০২ মে ২০১৯

ফেনীর দাগনভূঞায় ছাত্রীর শরীরে হাত দেয়ার ঘটনায় দুই শিক্ষককে বিকালে বরখাস্ত করেছে পরিচালনা কমিটি। বৃহস্পতিবার উপজেলার দেবরামপুর গ্রামের হাজী জালাল আহাম্মদ এবতেদায়ী মাদরাসার পরিচালনা কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মাদরাসার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী জানান, গত দুই মাস আগে ওই মাদরাসার দুই ছাত্রীর শরীরে হাত দেয় সহকারী শিক্ষক আবদুর রহমান। বিষয়টি অভিভাবকরা প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হারুনুর রশীদকে অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে বৃহস্পতিবার বিকালে মাদরাসা প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আহাম্মদ উল্যা, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত সহকারি শিক্ষক আবদুর রহমানের বিরুদ্ধে ঘটনার সত্যতা পান ও প্রধান শিক্ষক হারুনুর রশীদকে কর্তব্যে অবহেলা করায় মাদরাসার কর্তৃপক্ষ উভয়কে বরখাস্ত করেন।

এদিকে শিক্ষক আবদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বেত না থাকায় তিনি ওই ছাত্রীকে হাত দিয়ে মারেন। অন্যকোন উদ্দেশ্যে গায়ে হাত দেয়া হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞা বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.