ফুলগাজীতে ভুয়া চক্ষু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ফুলগাজীতে ভুয়া চক্ষু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলগাজীতে ভুয়া চক্ষু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৮ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৯

ফেনীর ফুলগাজীতে ডা. সিরাজ উদ্দিন (৫০) নামে ভুয়া এক চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ওই চিকিৎসকের নাম বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারত ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম তাকে এ রায় প্রদান করেন।

ফুলগাজী উপজেলা ইউএনও কার্যালয় সুত্রে জানাযায়, ওই দিন ফুলগাজী বাজারে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার সময় চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যথাযথ কাগজপত্র না দেখাতে পারায় ফুলগাজী বাজারের অপটিকেল আই কেয়ারের মালিক ডা. সিরাজ উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ডলিয়া খানম ও ফুলগাজী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.নিজাম উদ্দিন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন ভ্রাম্যমান আদালতে চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.