সাইফউদ্দিনের সবচেয়ে প্রিয় জায়গা ফেনী। সেখানেই কাউকে পুড়িয়ে মারার মতো ঘটনা কিছুতেই মানতে পারছেন না তিনি। ২২ বছর বয়সী তারকা ক্রিকেটার বলছেন, ‘‘ফেনী শান্তি প্রিয় একটা জায়গা। এমন অমানবিক একটা ঘটনা আসলেই আমাকে খুব কষ্ট দিচ্ছে।’’

এমন অপরাধ রুখতে নিজের এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফ, ‘‘আমি ফেনীর মানুষজনকে বলব, সরকারের একার পক্ষে এমন অপরাধ রোধ করা সম্ভব নয়। আমাদের নিজ নিজ দিক থেকে প্রতিবাদ করতে হবে, যাতে এত বড় ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’’

অপরাধীর শাস্তি চেয়ে সাইফউদ্দিন বলেন, ‘‘অপরাধী যেই হোক, আমি দৃষ্টান্তমূলক সাজা চাই। আমাদের তাকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’

উল্লেখ্য, শনিবার ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে দুর্বৃত্তরা গায়ে আগুন ধরিয়ে দেয়। সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে বুধবার রাতে না ফেরার দেশে পাড়ি দেন নুসরাত।

এর আগে ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় মামলা করলে গ্রেপ্তার হয় অধ্যক্ষ।

নুসরাতের পরিবারের অভিযোগ, অধ্যক্ষের পক্ষের লোকই পরিকল্পিতভাবে নুসরাতকে হত্যা করতে চেয়েছিল।

সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি