ফেনীতে সাজেদা ফাউন্ডেশনের সাথে লাইফ কেয়ারের চুক্তি স্বাক্ষর • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে সাজেদা ফাউন্ডেশনের সাথে লাইফ কেয়ারের চুক্তি স্বাক্ষর • নতুন ফেনী
 ফেনী |
২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে সাজেদা ফাউন্ডেশনের সাথে লাইফ কেয়ারের চুক্তি স্বাক্ষর

নুর উল্লাহ কায়সারনুর উল্লাহ কায়সার
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৭ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০১৯

শহর প্রতিনিধি>>
ফেনীতে গরীব, দুস্থ, অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহায়তায় সাজেদা ফাউন্ডেশন (প্রশমন) এর সাথে ফেনীর বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার লাইফ কেয়ার চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার দুপুরে সিভিল কার্যালয়ে দুপক্ষের স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন ফেনীর নবাগত সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন জেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন-উর-রশিদ, সাজেদা ফাউন্ডেশনের চিফ সমন্বয়ক আখতার হোসেন, জেনারেল ম্যানেজার হেলথ ডা. উজ্জ্বল রায়, কোয়ালিটি কন্ট্রোল অফিসার ডা. রওশন আফরোজ, প্রোগ্রাম ম্যানেজার মোশারফ হোসেন, আইটি স্পেশালিষ্ট পিটার মিস্ত্রি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান ভূঞা, ফেনী পৌরসভার কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, সিভিল সার্জন অফিসের প্রধান অফিস সহকারী মিজানুর রহমান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক মিলনসহ হাসপাতাল মালিকগন।

উল্লেখ্য, আগামী তিন বছর পর্যন্ত ফেনীতে গরীব, দুস্থ, অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্পাদনা: আরএইচ/এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.