আজীবন সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য • নতুন ফেনীনতুন ফেনী আজীবন সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজীবন সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৯ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০১৯

মৎস্য, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা মিলনায়তনে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম কর্তৃক আয়োজিত গবেষণা মেলা ও কনফারেন্সে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্ল্যানিং কমিশন, জেনারেল ইকোনোমিক ডিভিশন (জিইডি)’র মেম্বার ড. মোহাম্মদ শামসুল আলম প্রফেসর শাহ’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মাছের প্রজননের ওপর “জেনেকিক্স অব অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট (এবহবঃরপং ড়ভ অয়ঁধপঁষঃঁৎব ধহফ ঋরংযবৎরবং গধহধমবসবহঃ)” শীর্ষক বই প্রকাশ করেছেন। এছাড়া তাঁর শতাধিক বৈজ্ঞানিক গবেষনা পত্র প্রকাশিত হয়েছে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে।
সম্পাদনা: আরএইচ/এমএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.