ক্যান্সার আক্রান্ত তৌহিদ বাঁচতে চায় • নতুন ফেনীনতুন ফেনী ক্যান্সার আক্রান্ত তৌহিদ বাঁচতে চায় • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত তৌহিদ বাঁচতে চায়

এম মাঈন উদ্দিন, নিজস্ব প্রতিনিধিএম মাঈন উদ্দিন, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৮ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০১৯

স্বামী হারা নুরের নাহারের চতুর্থ সন্তান তৌহিদ। সে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপীনাথ পুরের বাসিন্দা। টগবগে তৌহিদ এইবারের দাখিল পরীক্ষার্থী। জোরারগঞ্জ মাদ্রাসার ছাত্র সে। বন্ধুরা যখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত ঠিক তখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তৌহিদ! সে মরণব্যধী ক্যান্সারে আক্রান্ত। প্রায় দুই বছর পূর্বে তার গলায় একটা টিউমার ছিল। একটা টিউমার সারাতে যেমন চিকিৎসার প্রয়োজন, তেমনি চিকিৎসা করিয়েছে তার পরিবার। কিন্তু স্বাভাবিক চিকিৎসায় ভালো হয়নি। তার মায়ের ভাষ্য মতে চিকিৎসকরাও অতটা গুরুত্ব দেয়নি। কিংবা তখন কোন দৈহিক পরীক্ষায় সিরিয়াস কিছু মনে হয়নি। দূর্ভাগ্যবশত সেই টিউমার এখন ক্যান্সারে পরিণত হয়েছে! অল্প কিছুদিন আগেই ধরা পড়ছে ক্যান্সার।

এতদিন ধরে চট্টগ্রামে তার চিকিৎসা চললেও এখন তাকে সুস্থ করার জন্য শীঘ্রই ভারতে নিয়ে অপারেশন করার পরামর্শ দিয়েছে তার চিকিৎসক। এর জন্য প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা। এই কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে তৌহিদের মায়ের। স্বামী হারা সংসার কোন ভাবে চালিয়ে নিচ্ছে সে। তার উপর এতদিন ধরে ধার কর্জ করে তৌহিদের চিকিৎসা করিয়েছে। কিন্তু এখন সে কি করবে? মা ছেলের গুমরে গুমরে কাঁদছে। বার বার বলছিল, তোমরা আমার ছেলেটাকে বাঁচাও বাবা! তাই সমাজের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে এলে একজন মায়ের স্বপ্ন বাঁচতে পারে। তার মা কষ্ট করে ১ লক্ষ টাকার ব্যবস্থা করেছে। আরো প্রয়োজন ৩ লক্ষ টাকার।

তৌহিদকে সাহায্য করতে বিকাশ করুন ০১৮২৫২৬৮৫৮২ (তৌহিদের মায়ের নম্বর) ডাচ্ বাংলা একাউন্ট ৭০১৭৫১২৩২১৮৪৯ (শরিফুল ইসলাম, তৌহিদের বড় ভাই)।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.