রোটার‍্যাক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতা • নতুন ফেনীনতুন ফেনী রোটার‍্যাক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতা • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোটার‍্যাক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৬ পূর্বাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আঁকিবুঁকি-২০১৯ অনুষ্ঠিত হয়।
ফেনী লিটল ফ্লাওয়ার স্কুলে অণুষ্ঠিত প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জালাল উদ্দীন বাবলু, বিশেষ অতিথি রোটারী ক্লাব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারীয়ান আবু জোবায়ের মুন্না, লিটল ফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক মোসাম্মত কামরুন নাহার ,রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর জোনাল প্রতিনিধি এস আলম ভূইয়া অপু, সাবেক জোনাল প্রতিনিধি মাখদাম হায়দার মিরাজ।
রোটার্যাক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের প্রেসিডেন্ট ওসমান গনি রাসেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডিআরআর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ মো. সাইফুদ্দিন রাশেদ, অত্র ক্লাবের সহ-সভাপতি রোটারেক্টর বাহার, সাধারন সম্পাদক শরীফ মাহমুদ, অত্র প্রোগাম চেয়ারম্যান নিষাধ আদনান, চীফ সার্জেন্ট হোসাইন আরমানসহ অনান্য রোটার্যাক্টরবৃন্দ।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.