‘বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়’ • নতুন ফেনীনতুন ফেনী ‘বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়’ • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়’

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩২ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তবে বঙ্গবন্ধু নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। বাংলাদেশ যতদিন থাকবে, জাতির জনক বঙ্গবন্ধুর নামও তত দিন থাকবে। ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক তাইবুল হক।

এসময় অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক কাজী মনিরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান কমিটির আহŸায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ফেনী ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, ফাইনেন্স বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
সম্পাদনা: আরএইচ/এজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.