চোখের নিচে কালো দাগ? • নতুন ফেনীনতুন ফেনী চোখের নিচে কালো দাগ? • নতুন ফেনী
 ফেনী |
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চোখের নিচে কালো দাগ?

নতুন ফেনীনতুন ফেনী
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ পূর্বাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

চোখের নিচের কালো দাগ চেহারায় নিয়ে আসে ক্লান্তির ভাব। চোখ জোড়ার নিচে যদি থাকে কালচে দাগ, সবার আগে নজরে যেন আসে সেটাই। কম ঘুমানো কালি পড়ার প্রধান একটি কারণ। তবে অনেকের বেলায় এটা বংশগত। ঘরোয়া রূপচর্চায় সমাধান আসে কিছুটা। তবে চটজলদি উপায় হিসেবে জাদু দেখাবে মেকআপসামগ্রীগুলো। রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানালেন মেকআপের সহায়তায় চোখের নিচের অংশও সুন্দর রাখার উপায়।
১. মুখ পরিষ্কার করে নিন ভালোভাবে। ব্যবহার করুন টোনার। এতে ত্বকে মসৃণ ভাব চলে আসবে। আলাদা করে ক্রিমও লাগাতে হবে না। প্রথমে পুরো মুখে প্রাইমার লাগিয়ে িনন। তারপর আবার লাগাতে হবে চোখের নিচে। মেকআপ লাগানোর পর সরে যাবে না। প্রাইমার ব্যবহারের ১০ মিনিট পর মূল মেকআপ শুরু করতে হবে।

২. সবার আগে পুরো মুখে বেজ ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশনটি হতে পারে ক্রিম কিংবা তরল। এরপর কনসিলার ব্যবহার করুন। ত্বকের চেয়ে এক ধাপ উজ্জ্বল কনসিলার বেছে নিন। চোখের নিচের কালো অংশটির উজ্জ্বলতা বাড়াতেই উজ্জ্বল কনসিলার প্রয়োজন।

৩. এবার পালা প্যান স্টিক লাগানোর। কনসিলার থেকেও এক ধাপ উজ্জ্বল রং বেছে নিতে প্যান স্টিকের জন্য। অনেক ক্ষেত্রে প্যান স্টিক না লাগিয়ে ফাউন্ডেশনও লাগানো যাবে। ম্যাট হলেই ভালো। প্যান স্টিক ব্যবহারে চোখের নিচের মেকআপও ফেটে যাবে না। ভালোভাবে ব্লেন্ড করে নিন ব্রাশ বা হাতের সাহায্যে।

৪. সবশেষে ফেইস পাউডার ব্যবহার করুন। কালো দাগ ঢাকা হয়ে গেলে এবার চোখের মেকআপ করা শুরু করতে পারেন। যদি আপনার চোখের ওপরেও কালো দাগ থাকে, তবে একই উপায়ে দাগ ঢেকে নিন।

সম্পাদনা:আরএইচ/এইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.