গাজী তারেক আজিজ’র তিনটি ইসলামী গান • নতুন ফেনীনতুন ফেনী গাজী তারেক আজিজ’র তিনটি ইসলামী গান • নতুন ফেনী
 ফেনী |
১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাজী তারেক আজিজ’র তিনটি ইসলামী গান

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৪ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

কবি ও প্রাবন্ধিক গাজী তারেক আজিজ। দীর্ঘ প্রায় দুই দশক ধরে লিখে চলেছেন সাহিত্যের প্রায় সকল শাখায়। গল্প, কবিতা, নিবন্ধ কোনটিই বাদ পড়েনি তার সুনিপুন কলমের আঁচড় থেকে। সম্প্রতি কবি ইসলামি গান লিখে ও তাতে কন্ঠ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন। এখানে তিনটি গান পাঠকদের জন্য তুলে ধরা হলো-

 

আল্লাহ নামে আকুলতা

তোমার প্রেমে মগ্ন হয়ে কোকিল ধরে গান
বনের পাখি গায় একাকী স্রষ্টা মহিয়ান
আল্লাহ নামে আকুলতা, ব্যকুল দিবারাত্রি
প্রিয় নবীর উম্মত হয়ে পরজনমের যাত্রী

বানায়ে ধরণী দিয়াছো রজনী চন্দ্র সূর্য তারা
সাগর পাহাড় লতা গুল্ম তোমাতে পাগলপারা
প্রখর তাপে দিয়াছো বারি, প্রবল শীতে উত্তাপ
তোমার গোলাম চায়গো ক্ষমা দাওগো করে মাফ

নবীতে উম্মত করেগো সালাম পার কর বান্দারে
অকুল পাথার জীবনে আমার তুমি আলো, আন্ধারে
বান্দা তোমার করুণা মাগে ওগো দয়াময়
তোমার দ্বীনের এলেম নিয়ে মরণ যেন হয়

 

আমার নবী

আমার নবী মুহাম্মদে
পৌঁছে দিও সালাম
তাঁর সুপারিশে যেন থাকে
আমি পাপীর নাম

দ্বীনের শপথ নিয়ে যিনি
করছে জীবন পার
ফুলসিরাতের পুল পাড়িতে
লাগেনা সময় তার

ওগো নবী তোমার উম্মত
পায় যেনগো ক্ষমা
দীক্ষা তোমার খোদার কালাম
করছি রোজই জমা

আল্লাহ তুমি কবুল কর
আমার নিয়তেরে
মনের ভেতর শক্তপোক্ত
ভুলের জীবন ছেড়ে

 

মাটির ঘরে

সাড়ে তিন হাত আঁধার ঘরে, সবাই যাবে আগে পরে
অট্টালিকা বাগানবাড়ি, ধন সম্পদ কাড়ি কাড়ি
স্ত্রী-সন্তান জমিদারি, কিছুই আমার সঙ্গে নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাই॥

একলা আমি পথের পথিক, একটাই ঠিকানা
পরপারে সহায় তুমি এটাই আছে জানা
আমল-আখলাক ছাড়া আমার কিছুই সঙ্গে নাই
মুর্শিদের রহম ছাড়া নাইরে আমার কিছু নাই॥

আঁধার ঘরে নাইরে কোন আলোর কারবার নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাই ॥

মন উচাটন আমার মন উচাটন
দৃষ্টি জুড়িয়া দেখি ফানুসের ঢঙ॥

আবার জিন্দা হবো আমি রোজ হাশরে
বিচারদিনের মালিক রইবেন সবার উপরে
প্রিয় নবী মোহাম্মদে, সালাম জানায় দিলের রবে
তাঁর সুপারিশ ছাড়া আমি নিরুপায় হয়ে যাই॥

আখিরাতে নাইরে কোন স্বজন-বান্ধব নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাই॥

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.