দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর মহিন নিহত • নতুন ফেনীনতুন ফেনী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর মহিন নিহত • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর মহিন নিহত

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৭ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০১৯

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনবার্গ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার মহিন উদ্দিন মহিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকানে লুটপাট করার সময় মহিন তাদেরকে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে যায়। এ খবরে মৃতের পরিবারে শোকের মাতম চলছে। তার লাশ কবে আসবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

নিহতের ভাই হুমায়ুন কবির জানান, বেশ কিছুদিন যাবত সন্ত্রাসীরা টাকা দিতে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বুধবার রাতে কয়েকজন সন্ত্রাসী দোকানে হামলা করে লুটপাট করতে গেলে দোকান মালিক মহিন উদ্দিন বাধা দেয়। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে যায়। সকালে দোকান বন্ধ দেখে পাশ^বর্তী ব্যবসায়ী ও লোকজন খোঁজাখুজি করতে গিয়ে দোকানের ভেতরে ফ্রিজের মধ্যে তার লাশ দেখতে পেয়ে মহিনের আত্মীয় আনোয়ার হোসেনকে জানায়। আনোয়ার বাংলাদেশে ফোন করে মহিনের পরিবারকে তার মৃত্যুর কথা জানায়।

পরিবারের সদস্যরা জানান, দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের রমিজ উদ্দিন মিয়ার বাড়ির তনু মিয়ার ছেলে মহিন উদ্দিন তিন বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তনু মিয়ার ৪ ছেলে, ১ মেয়ের মধ্যে মহিন মেজো। মহিনের স্ত্রী, তিন মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.