পরশুরামে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা • নতুন ফেনীনতুন ফেনী পরশুরামে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পরশুরামে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা

সবীর আহমেদ ফোরকান, নিজস্ব প্রতিনিধিসবীর আহমেদ ফোরকান, নিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ অপরাহ্ণ, ২৫ ডিসেম্বর ২০১৮

পরশুরামে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরশুরাম উপজেলা পরিষদ চত্তরের জনসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম বাদলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী ১ আসনে মহাজোটের প্রার্থী শিরীন আখতার, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরিফ মজুমদার ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মহিম প্রমুখ।

সভায় বক্তরা বলেন- দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের শান্তি দিয়েছে শেখ হাসিনা, তাই তাকে আবারো ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তরুণ ও নারী ভোটারসহ সকলকে শান্তি ও উন্নয়নের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ভোট দেয়ার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন-দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মো. আলমগীর, মির্জানগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ভুজ্জা, বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি চট্রগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়কারী সাদ বিন কাদের, জেলা যুবলীগের সহ- সভাপতি রাশেদুল হক হাজারী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
সম্পাদনা: আরএইচ/এসএইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.