প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ • নতুন ফেনীনতুন ফেনী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ • নতুন ফেনী
 ফেনী |
২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৩ অপরাহ্ণ, ০৯ ডিসেম্বর ২০১৮

নির্বাচন কমিশনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বৈধ প্রার্থী বা তার প্রতিনিধিরা আজ বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রাজনৈতিক দলগুলোকেও এ সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে।

আগামীকাল (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। আগামীকাল থেকে দল বা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনও নির্দিষ্ট আসনে রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলেও আজকের মধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী কে তা জানিয়ে দিলে অন্যদেরটা আপনা-আপনি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে প্রত্যাহারের প্রয়োজন পড়বে না। তবে স্বতন্ত্র প্রার্থী বা রাজনৈতিক দলের শরিকদের কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে।

নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনও প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। আজ সেই তিন সপ্তাহের বাধ্যবাধকতা শেষ হচ্ছে। ফলে সোমবার থেকে নির্বাচনে প্রচারণার পথ উন্মুক্ত হচ্ছে।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৪৩টি আপিল জমা পড়ে। গত তিন দিন শুনানি করে ইসি ২৮২ জন তাদের প্রার্থিতা ফেরত পায়। বৈধতার বিরুদ্ধে অর্ধ শতক আপিল জমা পড়লেও এক্ষেত্রে কেউই পক্ষে রায় পাননি।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.