ফেনীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে ৪ যাত্রী নিহত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে ৪ যাত্রী নিহত • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে ৪ যাত্রী নিহত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৪ অপরাহ্ণ, ০৩ ডিসেম্বর ২০১৮

আহতদের মধ্যে ৩ জনের ছবি

ফেনী-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস-অটোরিক্সার সংঘর্ষে এক নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে মহাসড়কের দুধমুখা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস বসুরহাটগামী অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোম্পানীগঞ্জের গাংচিল এলাকার শাহাজাহানের স্ত্রী খাদিজা বেগম (৪৫), ছেলে শাকিল (১২), ভাতিজা মাহিম (০৩) নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক ইসমাইল নিহত হয়।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) সালাহ উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছে। তার লাশ কোম্পানীগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। অপর দুুইজন ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.