ফেনীতে  খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে  খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে  খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০১ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৮

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়া সহ ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় ছাগনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার,  সতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমান  মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাকী ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে ২৮ নভেম্বর এ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু।

উল্লেখ্য, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।
সম্পাদনাঃ আর এইচ/ এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.