বরেণ্য শিক্ষাবিদ কামাল হাসান চৌধুরীর 'জীবনের ধারাপাত'র গ্রন্থের মোড়ক উন্মোচন • নতুন ফেনীনতুন ফেনী বরেণ্য শিক্ষাবিদ কামাল হাসান চৌধুরীর 'জীবনের ধারাপাত'র গ্রন্থের মোড়ক উন্মোচন • নতুন ফেনী
 ফেনী |
১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বরেণ্য শিক্ষাবিদ কামাল হাসান চৌধুরীর ‘জীবনের ধারাপাত’র গ্রন্থের মোড়ক উন্মোচন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৮ অপরাহ্ণ, ০২ নভেম্বর ২০১৮

ফেনীর বরেণ্য শিক্ষাবিদ, সংগঠক ও উন্নয়ন সমন্বয়ক কামাল হাসান চৌধুরীর আত্মজীবনী মূলক বই ‘জীবনের ধারাপাত’র মোড়ক উন্মোচিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডস্থ সুইড মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান।

ফেনী ‘ল’ কলেজের অধ্যক্ষ সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির, ডিডি এলজি দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকে এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আখতারুননেসা শিউলী, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কামাল উদ্দিন আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক রফিকুর রহমান, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, বইটির প্রকাশনা সংস্থা ভাটিয়াল প্রকাশনের প্রধান আরিফুল আমীন রিজভী।

বইটি সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা প্রশাসক বলেন, বইটি ফেনীর ইতিহাস ঐতিহ্য’র তথ্য বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। লেখকের সংগ্রামী ও সাংগঠনিক জীবনের মধ্য দিয়ে ফেনীর উন্নয়নের কথাগুলো উঠে এসেছে। এটি একটি রেফারেন্স বই হিসেবে গবেষকদের কাজে লাগবে। তিনি বইটির সজ্জাবিন্যাস ও উন্নত মুদ্রণের প্রশংসা করেন।

সম্পাদনাঃ আর এইচ/ এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.