ফেনীতে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অপারেশন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অপারেশন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অপারেশন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৫ অপরাহ্ণ, ২৩ অক্টোবর ২০১৮

ফেনীতে বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অপারেশন আয়োজন করেছে ‘শিশুর হাঁসি সামাজিক সংস্থা (এসএইচএসএস)। শনিবার শহরের জেডইউ মডেল হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ’র প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডাঃ সাফকাত হোসেন খন্দকার’র তত্ত্বাবধানে ২০জন রোগীর অপারেশ সম্পন্ন হয়েছে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে জন্মগত সমস্যাক্রান্ত শিশুদের বিশেষ করে ঠোঁটকাটা, তালুকাটা, মাড়িকাটা ও জন্মগত মুখের বিকৃতি শিশুদের স্মাইল ট্রেন এর সহযোগিতায় বিনামূল্যে ও ক্লাবফুট (জন্মগত পায়ের পাতা বাঁকা)আক্রান্ত শিশুদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত ১৫০ এর অধিক ঠোঁটকাটা, তালুকাটা শিশুকে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে তাদের মুখে হাঁসি ফুটিয়েছে এবং ১০০ এর অধিক ক্লাবফুট আক্রান্ত শিশুকে চিকিৎসার মাধ্যমে ভালো করে তাদের জীবনকে অভিশাপ মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে সংগঠনটি।
সম্পাদনা: আরএইচ/ এএইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.