ফেনীতে তিনদিন ব্যাপী ইজতেমার কার্যক্রম উদ্বোধন • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে তিনদিন ব্যাপী ইজতেমার কার্যক্রম উদ্বোধন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে তিনদিন ব্যাপী ইজতেমার কার্যক্রম উদ্বোধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৪ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০১৮

ফেনীতে তিনদিন ব্যাপী ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শনিবার বিকালে শহরতলীর মজলিসপুরে কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামীলীগ সদস্য শেখ আবদুল্লাহ, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ, ফেনী পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকাসহ তবলিগ জামায়াতের উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে নিজাম উদ্দিন হাজারী ইজতেমা সমাপ্ত করা পর্যন্ত ইজতেমার সার্বিক নিরাপত্তাসহ যত রকম সহযোগিতা লাগে সকল পর্যায়ে সর্বাত্মক সহযোগিতার করার ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং এমপি নিজাম উদ্দিন হাজারীর উজ্জল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আসছে ১৯, ২০ ও ২১ নভেম্বর তিনদিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় দেশী-বিদেশী অর্ধশতাধিক আলেম বয়ান রাখবেন।
সম্পাদনা: আরএইচ/এসএএস

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.