কবি মাহবুব আলতমাস’র নামে সড়ক নামকরণের দাবী • নতুন ফেনীনতুন ফেনী কবি মাহবুব আলতমাস’র নামে সড়ক নামকরণের দাবী • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কবি মাহবুব আলতমাস’র নামে সড়ক নামকরণের দাবী

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০১ অপরাহ্ণ, ৩১ জুলাই ২০১৮

কবি ও সাংবাদিক মাহবুব আলতমাসের নামে একটি সড়কের নামকরণের দাবী জানিয়েছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। মঙ্গলবার জেলা পরিষদ ভবনের ড. সেলিম আলদীন মিলনায়তনে আয়োজিত নাগরিক শোক সভা এ দাবী জানানো হয়।

নাগরিক শোকসভার আহবায়ক সাংবাদিক শাহজালাল রতনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেনী জেলা আওয়ামীলী’র সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভূইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুণ মাহমুদ দুলাল, ফেনী প্রেসক্লাব’র সাবেক সভাপতি রবিউল হক রবি, সম্মিলিত সাংস্কৃতি জোট ফেনীর সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী প্রেসক্লাব’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আজাদ মালদার, সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, জেলা যুবলীগের সভাপতি সুশেন চন্দ্র শীল, ফেনী জেলা পরিষদের সদস্য জেলা মহিলা আওয়ামীলীগ’র মহিলা সম্পাদিকা লায়লা জেসমিন বড়মনি, কবিতা পরিষদ ফেনীর সভাপতি কবি ইকবাল চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শান্তি চৌধুরী, পূবালি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমরজিৎ দাশ টুটুল, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, স্টার লাইন গ্রুফ’র নির্বাহী পরিচালক মাইন উদ্দিন, নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান, বেতার ও টেলিভিশন শিল্পী অজয় দাস, আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, তরুণ লেখক ও সাংবাদিক শাহাদাত হোসেন তৌহিদ।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সার্বিক সহযোগিতায় ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সঞ্চালনায় কবিকে নিয়ে কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ করেন কবি ওবায়েদ মজুমদার, এডভোকেট সাইফুদ্দিন শাহীন, বকুল আক্তার দরিয়া, আবদুল ওয়াদুদ, মোসলেহ উদ্দিন মোসলিম, মহিউদ্দিন খোকন, পৃত্থিরাজ চক্রবর্তীসহ ফেনীর সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, শাহিন গনী, কবি ইকবাল আলম, কবি নাসরিন জেরিন সুলতানা, কবি হেলাল শাহাদাত, ভাটিয়াল সম্পাদক আলমগীর মাসুদ, কবি রেহানা ইয়াছমিন, কবি গাজী হানিফ, টিভি উপস্থাপক মীম মিতুসহ আরো অনেকে।

উল্লেখ্য, মাহবুব আলতমাস ১৯৪৪ সালে ১৪ আগষ্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ড. বজলুল হক ও মাতা সামসুন নাহার বেগম। তিনি গত ২৭ জুলাই শুক্রবার)দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও তিন মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম

আপনার মতামত দিন

[…] […]

​Leave a Comment

-->
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.