জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফেনী’র কমিটি গঠন • নতুন ফেনীনতুন ফেনী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফেনী’র কমিটি গঠন • নতুন ফেনী
 ফেনী |
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফেনী’র কমিটি গঠন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৬ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৮

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফেনী’র কমিটি গঠিত হয়েছে। রবিবার শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি-শিখা সেনগুপ্তা ও সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদার পুনরায় নির্বাচিত হয়েছেন।

সংগঠনের সভাপতি শিখা সেনগুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সম্মিলন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. অরুনাভ পোদ্দার। সাংস্কৃতিক সংগঠক সমরজিৎ দাশ টুটুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট-ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সংলাপ-ফেনী’র সাধারণ সম্পাদক নারায়ণ নাগ, পায়রা শিশুকিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শান্তি চৌধুরী, জাতীয় কবিতা পরিষদ-ফেনীর সভাপতি মু. ইকবাল চৌধুরী ও পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন মজুমদার।

২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি কবির আহম্মদ চৌধুরী, অজয় দাশ, সমর দেবনাথ, অরূপ দত্ত; সম্পাদক মন্ডলির সদস্য- শাবিহ মাহমুদ, গাজী তারেক আজিজ, পৃত্থিরাজ চক্রবর্তী, সুজিত চন্দ, প্লাবিতা দাস; কোষাধ্যক্ষ উত্তম কুমার দেবনাথ, কার্যনির্বাহী সদস্য- সমরজিৎ দাশ টুটুল, বাদল দেবনাথ, শিলা দাস, পরাগ দাস, রূপশ্রী মজুমদার, তমালিকা দে, রিপন পাল, শমরিতা নাগ ও রাজেশ মজুমদার। উপদেষ্টা মন্ডলিতে আছেন প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, জাহিদ হোসেন খসরু, জাহিদ হোসেন বাবলু, নারায়ণ নাগ, মু. ইকবাল চৌধুরী, শান্তি রঞ্জন রায় চৌধুরী ও শুসেন চন্দ্র শীল।

‘আগুনের পরশমনি ছোয়াও প্রাণে’ রবীন্দ্রসংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর সদ্যপ্রয়াত কবি মাহবুব আলতমাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্পদকীয় ও অর্থনৈতিক প্রতিবদেন উপস্থাপন হয়।
সম্পাদনা: আরএইচ/এনকে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.