জাতীয় শিক্ষা পদক পেল ফেনীর অনিরুদ্ধ ও নবনিতা • নতুন ফেনীনতুন ফেনী জাতীয় শিক্ষা পদক পেল ফেনীর অনিরুদ্ধ ও নবনিতা • নতুন ফেনী
 ফেনী |
২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা পদক পেল ফেনীর অনিরুদ্ধ ও নবনিতা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৭ পূর্বাহ্ণ, ৩১ জানুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে ফেনীর অনিরুদ্ধ চক্রবর্তী ও নবনিতা। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তি (ছাত্র) শ্রেনীতে জাতীয় পর্যায়ে ৩য় অর্জন করেছে। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদর উপজেলার লস্করহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ চক্রবর্তীর হাতে পদক ও সনদপত্র সহ নগদ ১০ হাজার টাকা পুরস্কার তুলে দেন। সে বর্তমানে ফেনী মডেল সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে অধ্যয়নরত ও পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের আবৃত্তি বিভাগের শিক্ষার্থী। অনিরদ্ধি মোটবী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক অধীর চক্রবর্তী ও লস্করহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপা ভট্টাচার্য এর ছোট ছেলে।
এদিকে একই অনুষ্ঠানে দেশাত্মবোধক গানে (ছাত্রী) প্রথম স্থান অর্জন করায় ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নবনিতা দত্তও প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পান। তার বাবা পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরুপ দত্ত ও মাতা সুবর্ণা ভৌমিক গৃহীনি।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.