মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত • নতুন ফেনীনতুন ফেনী মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত • নতুন ফেনী
 ফেনী |
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৭ অপরাহ্ণ, ০৭ মার্চ ২০১৫

মিরসরাই প্রতিনিধি…..
ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের বারইয়ারহাটে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে। তার নাম মো. মোস্তফা (২৫)। সে হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাটের হাটু গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বারইয়ারহাটের রেলগেইট এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে দাফন করে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বারইয়ারহাট এলাকায় পৌছায়। এসময় মোস্তফা কানে হাত দিয়ে রেল লাইনের উপর স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। প্রত্যক্ষদোশীরা বলেন, তখন তার কানে হেড ফোন ছিলো। তাই ট্রেনটি বার বার হর্ণ দেয়ার পরও মোস্তফা রেল লাইন থেকে সরেনি। পরে সে ট্রেনের নিচে কাটা। অনেকে বলছে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যদের দাবি সে মানসিকভারসাম্যহীন ছিল।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে জিআরপি (রেলওয়ে পুলিশ) চট্টগ্রাম রেঞ্জের ওসি হিমাংশু কুমার দাশ বলেন, ট্রেনে কাটা পড়ে বারইয়ারহাট এলাকায় কোন যুবক মারা গেছে এমন খবর আমরা পায়নি। তারপরও আমি খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখছি।

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.